সংবাদ শিরোনামঃ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ প্রিয় মাঠ মিরপুর থেকেই শেষ বিদায় নিলেন মোশাররফ রুবেল। হাই ব্লাড প্রেসার কমানোর একেবারে সহজ উপায় যেসব কারণে রোজা ভেঙে যায় নর্ধারিত কিছু শর্ত লঞ্চের আগুনে : মৃতের সংখ্যা বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক ! রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন! প্রধানমন্ত্রী

প্রবাসী কর্মী’দের যথা”যথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম’সংস্থান মন্ত্রণালয় সহ অভিবাসন সংশ্লিষ্ট সংগঠন।গুলােকে দায়িত্ব”শীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন (প্রধান’মন্ত্রী শেখ হাসিনা)।

তিনি বলেন, শ্রম অভি’বাসনের সাথে যারা জড়িত ( রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে মন্ত্রণালয়) তাদের (শ্রমিকদের যথাযথ মর্যাদা দিন এবং তাদের যেন কোনাে রকম সমস্যা যেন না হয়, সেটা নিশ্চিত করুন।।বুধবার গণভবন থেকে আন্তর্জাতিক অভিবাসন দিবসু ২০২০ ইং উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

বঙ্গবন্ধু আন্ত”র্জাতিক সমুেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়ােজন করে।তিনি বলেন, যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য রিক্রুটিং এজেন্সি এবং মন্ত্রণালয়কে সবকিছু দেখাশােনা করতে হবে।

আরও পড়ুনঃ মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর, আবারও বিমান চলাচল শুরু !

তিনি বলেন আরও , যারা বিদেশে যেতে চান তাদের কর্মসংস্থান ঠিকমতাে হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতাে আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায়, তাদের নিরাপত্তার বিষয়টা সকলকেই লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিদেশে কর্মী প্রেরণে যেসকল এজেন্সিগুলাে জড়িত তাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের ওপরেই বর্তায়।

এই মহামারী কোভিড- ১৯ মহামারির সময়ে চাকরি হারানাে”দের সম্পর্কে শেখ হাসিনা বলেন, সরকার তাদের দেখাশােনা করছে এবং হতাশ হওয়ার কোনাে কারণ নেই।এই প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রণােদনা প্যাকেজ ঘােষণা করেছে, কর্মসংস্থান ব্যাংক।, পল্লী সংস্থান ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন ঋণ দেয়ার জন্য রয়েছে যাতে তারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে।

‘আমরা এতে বিশেষ মনােযােগ দিচ্ছি, যাতে হতাশ না হয়ে আপনাৱ নিজ দেশে পুরাে শক্তি নিয়ে কাজ শুরু করতে পারেন,’ আরো বলেন তিনি ।এই প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশে অনেক মেগা প্রকল্প চলমান রয়েছে এবং সেখানে অনেক লােক কাজ করছেন। তারা এই প্রকল্পগুলাে থেকে অভিজ্ঞতা অর্জন করছে এবং এই অভিজ্ঞতা তাদের জন্য দেশে ও বিদেশে উপকারী হবে।

বিদেশ যাওয়ার সময় অনেকে দালালদের খপ্পরে পড়ে অন্ধকার পথে পা বাড়ায় বলে (প্রধানমন্ত্রী) উল্লেখ করেন।এজন্য তিনি সকলকে নিবন্ধন করে এবং যথাযথ ও বৈধ প্রক্রিয়ায় তাদের কাঙ্ক্ষিতু কাজ পাওয়ার জন্য ধৈর্য ধরে যেতে বলেন।তিনি বলেন, “আমাদের দেশে কাজের ও খাদ্যের কোনাে ঘাটতি নেই। এখন আর সােনার হরিণের পেছনে কেউ দয়া করে অন্ধের মতাে ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে বিদেশে যান, সেটাই আমরা চাই।’

তিনি আরো বলেন , যদি আপনারা কারাে প্ররােচনায় বিদেশে গিয়ে বিপদে পড়েন সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর।এই প্রসঙ্গে তিনি লিবিয়ায় কিছু অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না।তিনি বলেন, কিছু লােক আছেন যারা সঠিক প্রশিক্ষণ না নিয়েই একটি সনদ নেন এবং তারপরে তারা বিদেশে নানা সমস্যার মুখাে”মুখি হন।

‘আমি মনে করি যে এটি করা ছাড়া যদি কেউ আন্তরিকতার সাথে প্রশিক্ষণ নেন তবে সেই ব্যক্তি বিদেশে কোনাে ধরনের হয়রানির মুখােমুখি হবে না। সকলকে এদিকে নজর দিতে হবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই বিষয়ে আরও নজরদারি করা উচিত, ‘ বলেন তিনি।

প্রধান’মন্ত্রী বলেন, সরকার দেশকে অর্থনৈতিকভাবে আরাে শক্তিশালী ও স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।তিনি বলেন, “আমরা অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছি, এখানেও কোনাে কাজের অভাব হবে না, আমাদের দক্ষ শ্রমিকেরও দরকার হবে, বিদেশি বিনিয়ােগও আসছে।’

এ সময় প্রধান’মন্ত্রী প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘মুজিবু বর্ষের আহ্বান দুক্ষ হয়ে বিদেশ যান’।অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদু এবং সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন বক্তব্য দেন।

এর আগে প্রধান’মন্ত্রীর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদু বৈধ চানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী প্রবাসী বাংলাদেশি এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) হাতে ক্রেস্ট তুলে দেন।

সুত্র: ইউএনবি

 

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme