ছবিতে দৃশ্যমান জায়গাটি ঢাকার একটা জনপ্রিয় স্থান। এই জায়গাটি আমাদের কাছে নিউমার্কেট নামে পরিচিত। তবে উক্ত ছবিটিতে কেবল মাত্র নিউমার্কেটের ওভার ব্রিজের চিত্র তুলে ধরা হয়েছে। মহামারী করোনা ভাইরাসের ভয়ে যখন সারা বিশ্ব স্তব্ধ তখন আমরা বাঙালীরা ব্যস্ত নিজেদের শৌখিনতার প্রকাশ ঘটাতে।
যেখানে অন্যদেশের মানুষ একটা মাস্ক একবার ব্যবহার করে সেটা দ্বিতিয় বার ছোঁয়ার সাহস পায়না সেখানে আমরা খুব উচ্ছ্বাসের সাথে মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছি। শুধুই যে বেরিয়ে পড়ছি তা নয়,মার্কেটের কোনো জায়গায় লোকালয় দেখলে সেখানে জোর পূর্বক হুড়োহুড়ি করে অন্যদের সাথে গায়ে গা লাগিয়ে জিনিসপত্রের দাম কষাকষি করছি। তাহলে কি বাঙালীদের জীবনের কোনো মূল্য নেই? অবশ্যই আছে।
জীবনের মূল্য আছে বলেই বহু মানুষ এসে এই ওভার ব্রিজের ওপর জীবিকার সন্ধান করছে। আমাদের দেশ আর পাঁচটি দেশের মতো বৃত্তবান না। তাই লক ডাউন মেনে ঘরে বসে থাকলে হাতে গুনা কিছু মানুষের দিন কাটলেও নব্বই শতাংশ মানুষের দিন কাটবে অনাহারে আর দুশ্চিন্তায়!
জীবন আর জীবিকা এই দুটো জিনিসই একটা অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবন বাঁচাতে হলে জীবিকার প্রয়োজন আর যদি জীবনই না থাকে তাহলে জীবিকা দিয়েই বা কি হবে?
জীবন রক্ষার জন্য চায় খাদ্য,পোশাক,বাসস্থান আর এই সকল কিছুর জন্য চায় কর্মসংস্থান। তাই এই জীবন আর জীবিকার মাঝে দাঁড়িয়ে থাকা মানুষ গুলোকে জীবিকার তাগিদে ছুটে চলতে হচ্ছে প্রতিনিয়ত। ঘাতক ব্যাধি করোনা ভাইরাসের সাথে লড়াই করেই জীবন ও জীবিকাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে আমরা বিশ্বাসী। তবে করোনা প্রতিরোধে আমরা কতটুকু সচেতন সেই বিষয়ের উপরও রাখতে হবে কড়া নজরদারি।
নিজে বাঁচলেই বাঁচবে পরিবার,বাঁচবে দেশ,বাঁচবে গোটা বিশ্ব! আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
লেখকঃ হোসনে আরা মিমি
আরও পড়ুনঃ ব্যস্তব ঘটনা সবাইকে সচেতন হতে হবে তা না হলে বিপদে পরবেন।
আপনার মতামত জানান