ফায়ার সার্ভিস শুধু জলন্ত বাড়িঘরের আগুন নিভানোর জন্যে যায়না।আশেপাশের স্থাপনায় যাহাতে আগুন না লাগে সেই উদ্দেশ্যও দমকল বাহিনী দৌড়ায়।খোকা মিয়া শুধু পরি মনি, মিন্নী, তিন্নি, শিন্নী মডেল অভিনেত্রীর সমালোচনা করার উদ্দেশ্য লিখেনা।
নতুন কোন মিন্নী তিন্নির জন্ম যাহাতে না হয় সেই উদ্দেশ্যে নিয়েই লিখে।কথিত অভিজাত মুক্তমনা অভিভাবকদের সচেতন করতেই খোকার ব্যার্থ প্রচেষ্টা। খোলামেলা ভালবাসার উদারচিন্তার উদারপন্থী বেহায়াপনার সমর্থকগোষ্ঠি আমাকে আনফ্রেন্ড করুন প্লিজ। স্ক্যান্ডাল কুইন পাবলিক ফিগারদের সমালোচনা করলেই যদি আপনার শরীর জ্বলে তাহলে উক্ত মহৎ পেশায় আপনার বোন ভাগ্নী মেয়েদের নিযুক্ত করুন।
পৃথিবীটা নগ্নতায় ভরে গেছে, এর জন্যে মুলতই দায়ী আমাদের সমাজ ব্যবস্থা, যেদিন থেকে চলে ছেলে বা মেয়ে আমার শিক্ষক কে বেত্রাঘাত করার অধিকার কে দিয়েছে, সেদিন থেকেই সমাজ ব্যবস্থা তলানিতে পৌছে গেছে, ধন্যবাদ ভাই চালিয়ে যান, পাশে আছি, পাশে পাবেন, যতদিন এই ধরনীতে দেহে থাকবে প্রান, চিল্লাই বলেন ঠিক কিনা।
পরিমনি, মুনিয়া, মিন্নী, তিন্নি, ঐশী, পাপিয়া, সাবরিনা, সামিয়ারা রূপের ঝলক দেখাইয়া আর দেহ বেইচা তারা আজ সেলেব্রিটি এরা নষ্টা এরা দেহ বিক্রেতা। কাদাময় রাস্তায়, কলংকিত হয় শ্বেতশুভ্র পদযুগল।”
দায়ী কে? পথিক না-কি নোংরা কাদামাটির রাস্তা?পথ সে-তো পথিককে আমন্ত্রণ জানাবেই সৎপথ না-কি অসৎপথ নির্ণয়ের দায়ভার পথিকের নয়কি? তাহলে কে আসামী? কে বাদী?কে বিবাদী?
এই পৃথিবীতে মানুষ কিংবা জীবজন্তুর জন্যে অভয়ারণ্যে অভয়াশ্রম কতটুকু কোথায় আছে?হিংস্র জানোয়ার নিরীহ প্রাণী খাবলে খাবে ইহাই চিরাচরিত নিয়ম।
চোর চুরি করবে,ডাকাত ডাকাতি করবে ভেবেই তালা চাবির আবিষ্কার হয়েছে।পায়ে ধুলোবালি কাদামাটি লাগবে ভেবেই জুতা, গাম বোট তৈরি করেছে।
চোরাগলি অন্ধগলির বাসিন্দা যেমন রাজপথে হাটতে যায়না। তেমনি কেতাদুরস্ত পোশাকে ভদ্রলোক কখনো কাদাময় রাস্তা মাড়ায় না।চরিত্রবান চরিত্রবতী পুরুষ মহিলা আত্নসম্মান রক্ষার্থে কখনো নিষিদ্ধ পল্লীর পথে পা বাড়ায় না।আপনি আমি কেউ সমগ্র দেশের ময়লা আবর্জনা পরিস্কার করে পথ চলতে পারবো না।সেহেতু নিজের পদযুগল জুতায় মুড়িয়ে পথ চলতে হয়,প্রয়োজনে পথ পরিবর্তন করে কাদামাটি আবর্জনার ভয়ে ঘুরে যেতে হয়।
দেশে আইন আছে, আইন প্রয়োগকারী প্রশাসন আছে,আইনের প্রয়োগ আছে। কিন্ত আপনার ব্যাক্তিগত জানমাল সম্ভ্রম রক্ষার জন্যে সরকার পাহারাদার নিযুক্ত করবেনা।যাত্রীবাহী বাস গাড়িতে লেখা থাকে -“আপনার মাল নিজ দায়িত্বে রাখুন “তাহলে নায়িকা “পরি মণি” রাতের ডাকে বাইরে গিয়ে কি ভুল করেনি?
ধর্ষণকারী কিংবা নির্যাতনকারী অপরাধীদের অপকর্মের শাস্তি আমিও চাই। সেইসাথে আমাদের সামাজিক মূল্যবোধের উল্টো পথে, ধর্মীয় অনুশাসন উপেক্ষা করে নোংরা পথে চলা পথিকের বিচার চাই।
আপনার মতামত জানান