সংবাদ শিরোনামঃ
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ
বিনামূল্যে দেয়া হচ্ছে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার বই

বিনামূল্যে দেয়া হচ্ছে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার বই

বিনামূল্যে দেয়া হচ্ছে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার বই

এই নতুন বছরে (৩৪)কোটি (৩৬)লাখ (৬২)হাজার (৪১২)টি”বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন বছরে শিক্ষার্থী’’দের হাতে নতুন বই তুলে দেয়ার কার্যক্রমের উদ্বোধন করে বৃহস্পতিবার তিনি এই কথা বলেন তিনি।

 

এদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বই উৎসব কার্যক্রমের উদ্বো’’ধন করা হয়। (প্রধানমন্ত্রী) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তার পক্ষে (শিক্ষামন্ত্রী ) দীপু মনি এবং প্রাথমিক ও (গণশিক্ষা প্রতিমন্ত্রী) মাে. জাকির হােসেন বিভিন্ন পর্যায়ের (২৩) শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।

 

(প্রধানমন্ত্রী) বলেন, আমরা বিনামূল্যে বই দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা হাতে নতুন বই পায়। একটা নতুন বই পেলে একটু ভালােও লাগে। বইটা হাতে পাবে, মলাটটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে সেটাই একটা আলাদা আনন্দ। সেই আনন্দটা যাতে আমাদের ছেলেমেয়েরা পায়, সে জন্যই আমরা ব্যবস্থা নিই প্রতি বছর।

 

আরও পড়ুনঃ HSC এর সকল বই PDF ডাউনলোড লিংক

করােনা পরিস্থিতিতেও বিপুলসংখ্যক নতুন বই ছাপানােয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকারপ্রধান। স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণের বিষয়ে গুরুত্বারােপ করে তিনি বলেন, বই বিতরণের সময় একসঙ্গে যেন বেশি সমাবেশ না হয়। স্বাস্থ্যবিধি মেনে ভাগে ভাগে শিশুদের হাতে বিনামূল্যে বই বিতরণ করতে হবে।

 

শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি দৃষ্টি দিতে অভিভাবকদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলা করতে পারে। নিয়মিত কিছুটা রােদে বা খােলা হাওয়ায় যেতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বাইরে গেলে সবাইকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

‘আমাদের আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই তাে একদিন এই দেশে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ মন্ত্রী হবে, কেউ প্রধানমন্ত্রী হবে। কেউ না কেউ তাে কিছু হবে। কাজেই সেভাবে শিক্ষাগ্রহণ করবে।

দেশের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের একটি মানুষও যেন ঠিকানাবিহীন না থাকে। যারা ভূমিহীন, গৃহহীন, তাদের আমরা ঘর তৈরি করে দিচ্ছি।

 

প্রত্যেকের একটা ঠিকানা থাকবে। প্রত্যেক ঘরে শুধু বিদ্যুতের আলাে না, শিক্ষার আলােও যাতে জ্বলে, শিক্ষার আলােও আমরা জ্বালাব। সেভাবেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে (প্রধানমন্ত্রীর) মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠানের সঞ্চালনা করেন।(শিক্ষামন্ত্রী) দীপু মনি, প্রাথমিক ও (গণশিক্ষা প্রতিমন্ত্রী) মাে. জাকির হােসেন, শিক্ষা (উপমন্ত্রী) মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র প্রান্তে উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme