সংবাদ শিরোনামঃ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ প্রিয় মাঠ মিরপুর থেকেই শেষ বিদায় নিলেন মোশাররফ রুবেল। হাই ব্লাড প্রেসার কমানোর একেবারে সহজ উপায় যেসব কারণে রোজা ভেঙে যায় নর্ধারিত কিছু শর্ত লঞ্চের আগুনে : মৃতের সংখ্যা বেড়ে ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক ! রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।
রাজশাহী বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান অবতরণের সময় চাকা ফেটে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

রাজশাহী বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান অবতরণের সময় চাকা ফেটে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

রাজশাহী বিমানবন্দরে একটি প্রশিক্ষণ বিমান অবতরণের সময় চাকা ফেটে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।

রাজশাহী বিমানবন্দর এ একটি প্রশিক্ষণ (বিমান অবতরণের সময় চাকা ফেটে গিয়ে) দুর্ঘট”নার শিকার হয়েছেন। শনিবারে দুপুরে সােয়া ৩ টায় দিকে শাহ মখ’দুম বিমান বন্দরে প্রশিক্ষণ চলা”কালে বিমানটি দুর্ঘট”নার কবলে পড়েন।

বিমানটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালক হিসেবে ছিলেন এবং তার সাথে ১ জন প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ মােট দুইজন ওই বিমানে অবস্থান করছিলেন। তারা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

সূত্র জানায়, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান নং- এস২ এএফকে উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গােড়া থেকে ভেঙে যায়। পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গােড়া থেকে ভেঙে যায়।

আরও পড়ুনঃ S.R কুরিয়ার সার্ভিস সকল ব্রাঞ্চের নাম ঠিকানা ও মোবাইল নাম্বার

রাজশাহী এয়ারপাের্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিমানটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান চালক হিসেবে ছিলেন। তার সাথে একজন প্রশিক্ষণার্থী অবস্থান করছিলেন। তারা প্রত্যেকে অক্ষত রয়েছেন।

 

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme