সংবাদ শিরোনামঃ
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ
একদিনে সর্বোচ্চ করােনায় শনাক্তের রেকর্ড ১১৫২৫, মৃত্যু ১৬৩

একদিনে সর্বোচ্চ করােনায় শনাক্তের রেকর্ড ১১৫২৫, মৃত্যু ১৬৩

একদিনে সর্বোচ্চ করােনায় শনাক্তের রেকর্ড ১১৫২৫, মৃত্যু ১৬৩

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ৪১৩ জনের করােনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। জেলায় এ পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করােনায় পাঁচ জন ও করােনার উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মােহাম্মদ শাহাবুদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানায় , জেলায় নতুন শনাক্ত হয়েছে ৪১৩ জনের মধ্যে সদর উপজেলায়’ সর্বোচ্চ ২২৩ জন, মির্জাপুরে’ ৪২ জন, কালিহাতীতে’ ৩১ জন, মধুপুরে ‘২৬ জন, ঘাটাইলে’ ২৩ জন, দেলদুয়ারে’ ২১ জন, ভূয়াপুরে’ ১৩ জন, সখিপুরে’ ১০ জন , গােপালপুরে’ নয় জন, বাসাইলে ছয় জন, ধনবাড়িতে পাঁচ জন ও নাগরপুর উপজেলায় চার জনের করােনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুনঃ শনাক্তেও সর্বোচ্চ রেকর্ড করােনা ভাইরাস।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করােনাভাইরাসে আক্রান্তের মােট সংখ্যা নয় হাজার ৪৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রােগীর সংখ্যা ৬৭৪ জন।জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৮৯৩ জন ও মারা গেছেন ১৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করােনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ৫২৫ জনকে শনাক্ত করা হয়েছে। করােনায় এক দিনে দেশে এটাই সর্বোচ্চ শনাক্ত সংখ্যা।এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করােনায় আক্রান্ত আরও ১৬৩ জন মারা গেছেন। করােনায় এক দিনে দেশে এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে গতকাল একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মােট মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন।
গতকাল শনাক্ত হয়েছিল নয় হাজার ৯৬৪ জন।

এখন পর্যন্ত মােট শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন।আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানাে হয়েছে। এতে বলা হয়, সােমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৫২৫ জনের করােনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৩৩ জন।

মােট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। আজ বিজ্ঞপ্তিতে জানানাে হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৯৮ জন পুরুষ ও ৬৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৭ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৯১ জন।
গত একদিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এর পর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে এদিন সবচেয়ে কম দুই জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme