ঘরে বসে জিডি করুন অনলাইনে! আপনার কোন কিছু হারিয়ে গেলে বা খুজে পেলে থানাতে না এসে ঘরে বসে যেভাবে জিডি করবেন তা আজ বর্ণনা করবো।
অনলাইনে জিডি করতে হলে আপনার ৩ টি জিনিস লাগবে, তা হলোঃ
১। NID নাম্বার
২। জন্ম তারিখ
৩। একটি সচল মোবাইল নাম্বার।
অনলাইনে জিডি করার নিয়মঃ
অনলাইনে জিডি করতে হলে আপনাকে পুলিশের ওয়েবসাইট যেতে হবে https://gd.police.gov.bd/ -এই প্রবেশ করলে অনলাইনে জিডি সংক্রান্ত তথ্য প্রদান করার তালিকা আসবে । আপনি কি ধরনের তথ্য দিয়ে জিডি করতে চান তা নির্বাচন করতে হবে লিংকে । এবার তথ্য পূরণ করার খালি বক্স আসবে। তথ্যাবলী যথাযথভাবে পূরণ করে সাবমিট করলে সংশ্লিষ্ট থানায় আপনার তথ্যটি পৌঁছে যাবে অনলাইনে। আপনি স্বয়ংক্রিয়ভাবে একটি শনাক্তকরণ নাম্বার পেয়ে যাবেন এখনে । নাম্বারটি সংগ্রহ করে রাখুন। চাইলে আপনার কোনো মতামত আপনি সরাসরি পুলিশের www.police.gov.bd ঠিকানায় মেইল করে পাঠাতে পারেন।
জিডির নমুনা কপি
তারিখ: ………………
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………..থানা, ঢাকা।
বিষয় : সাধারণ ডায়েরিকরণ প্রসঙ্গে।
জনাব,
সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি …………… স্বাক্ষরকারীঃ: ……………………………….বয়সঃ : ……………………………………………………………
পিতা/স্বামী : ……………………………………………….. মাতার নাম: …………………………………………………………………………………
সাংঃ: …………………………………….. থানাঃ: …………………………. জেলাঃ: ……………………………………………………………………….
বর্তমানেঃ:……………………………….. থানাঃ:…………………………………… ঢাকাঃ:………………………….।
এই মর্মে জানাচ্ছি যে আজ/কতঃ …………………….. তারিখঃ ……………. সময়ঃ ……………. জায়গা থেকে আমার নিন্মবর্ণিত কাগজ/মালামাল হারিয়ে গেছে।
বর্ণনা : (যা হারিয়েছে)
এই বিষয়টি থানায় অবগতির জন্য , সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি।
নিবেদক,
(আবেদনকারীর স্বাক্ষর)
পুরো নাম :
ঠিকানা :
ফোন নম্বর :০০৮৮
এই ফর্মিটি পুরোন করে আপনি খুব সহজেই ঘরে বসে জিডি করতে পারবেন অনলাইনে।
কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন। আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে।
আপনার মতামত জানান