সংবাদ শিরোনামঃ
প্রতিদানের আশায় সহযোগিতা করা ও খোঁটা দেওয়া তা কবিরা গুনাহ। ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক
ম্যারাডোনাকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আসছে এ বছর!

ম্যারাডোনাকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আসছে এ বছর!

ম্যারাডোনাকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আসছে এ বছর!

ম্যারাডােনাকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আসছে দিয়াগাে আরমান্ডাে ম্যারাডােনাকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আসছে এ বছরের ২৯ অক্টোবর। ‘ব্লেসড ড্রিম’ নামে এই সিরিজ নির্মাণ করেছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম।

কিংবদন্তি এই ফুটবলারের জীবনী নিয়ে নির্মিত এ সিরিজটির প্রতি পর্বে দৈর্ঘ্য হবে ৬০ মিনিট করে। প্রায় ২৪০টির মতাে দেশ ও অঞ্চলের দর্শক এটি দেখার সুযােগ পাবেন, যা পরিচালনা করেছেন আলেহান্দ্রো আইমেতা। তার ভাষায়, এ সিরিজে মহানায়কের বর্ণীল ক্যারিয়ারের ১০টি চরিত্রে অনেক অভিনেতা কাজ করেছেন।

আরো পড়ুনঃ আপনার প্রিয় কোন দলটি ? ছবিতে ক্লিক দিয়ে ভোট’ করুন।

এতে ম্যারাডােনার বেড়ে ওঠা, আর্জেন্টিনার নেতা- নেপলসের দেবতা বনে যাওয়াটা, রহস্যঘেরা মৃত্যু সবই ফুটে উঠবে।ম্যারাডােনা ছিলেন আর্জেন্টিনার ফুটবলের দর্শন বদলে দেওয়া এক ব্যক্তিত্ব। তার হাত ধরে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতাে বিশ্বকাপ জিতে। বলা হয়ে থাকে, ছিয়াশির বিশ্বকাপে মেক্সিকোয় একাই দেশকে বিশ্বকাপের স্বাদ এনে দেন আরমাভাে ম্যারাডােনা।

ক্লাব ফুটবলেও ম্যারাডােনা ছিলেন। অনবদ্য। ইতালির অখ্যাত এক ক্লাব নাপােলিকে ইউরােপ মঞ্চের ট্রফি এনে দেন তিনিই, জিতিয়েছেন লিগ শিরােপাও খেলােয়াড়ি জীবনকে বিদায় জানানাের পর ম্যারাডােনা করিয়েছেন কোচিংও। আর্জেন্টিনা ছাড়াও তিনি আরও সাতটি দলের দায়িত্ব সামলেছেন।

অবশ্য কোচিং ক্যারিয়ারে খুব বেশি সফল ছিলেন না তিনি।ম্যারাডােনার জীবনের সবচেয়ে বড় ঘটনা ১৯৮৬ সালের বিশ্বকাপে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পিটার শিল্টনের ওপর দিয়ে হাতে একটি গােল করেন। আর্জেন্টাইন ফুটবলার। ইংল্যান্ড ম্যাচটি হারে ২-১ গােলে।

পরে ম্যারাডােনা গােলটি হাত দিয়ে দিয়েছিলেন বলে স্বীকার করেন।১৯৬০ সালের ৩০ অক্টোবর জন্মগ্রহণ করেন ম্যারাডােনা। তার জীবনটা ছিল নাটকীয়তায় ঘেরা। ফুটবল ক্যারিয়ারের পরেও তিনি সব সময় থেকেছেন আলােচনার কেন্দ্রবিন্দুতে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবেও গণ্য করা হয় তাকে।

২০২০ সালের ২৫ নভেম্বর ঘুমের মধ্যই চির ঘুমের দেশে পাড়ি জমান তিনি।মৃত্যুর পর ম্যারাডােনাকে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের বেলা ভিস্তায় চির নিদ্রায় সমাহিত করা হয়। তার মৃত্যুতে আর্জেন্টিনায় ঘােষণা করা হয় তিন দিনের রাষ্ট্রীয় শােক, ইতালির নেপসও শােকে মাতম হয়।

ম্যারাডােনাকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আসছে দিয়াগাে আরমান্ডাে ম্যারাডােনাকে নিয়ে নির্মিত ওয়েব সিরিজ আসছে এ বছরের ২৯ অক্টোবর। ‘ব্লেসড ড্রিম’ নামে এই সিরিজ নির্মাণ করেছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম।

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme