ভারতের পেঁয়াজ ক্রয়-বিক্রয় করার আগ্রহ নেই বাংলাদেশী ব্যবসায়ীদের

ভারতের পেঁয়াজ ক্রয়-বিক্রয় করার আগ্রহ নেই বাংলাদেশী ব্যবসায়ীদের

ভারতের পেঁয়াজ ক্রয়-বিক্রয় করার আগ্রহ নেই বাংলাদেশী ব্যবসায়ীদের

গত এক সপ্তাহে এর বেশি সময় ধরেই বাংলাদেশে স্থল বন্দর”গুলাে”তে আমদানি’কারক রা ভারতীয় পেঁয়াজ আনা বন্ধ রেখেছে। হিলি, বেনাপােল এবং ভােমরা স্থল বন্দরে যােগাযােগ করে এই তথ্য জানা গেছে। গত ৮ দিন ধরেই কোন পেঁয়াজ আনেনই এসব স্থল বন্দরের আমদানি”কারকেরা।

 

কেন ভারতীয় পেঁয়াজ আনা হঠাৎ করে বন্ধ রেখেছেন । হিলি বন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতি জানিয়েছে, এই বন্দর দিয়ে ভারত থেকে গড়ে প্রতিদিন ২০০ ট্রাকে বেশি করে, ৪ হাজার মেট্রিক টনের মতাে পেঁয়াজ আসে। সমিতির সভাপতি মাে. হারুন উর রশিদ জানিয়েছেন, এবার দেশি পেঁয়াজ ভারতীয় পেঁয়াজের থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে।

 

ব্যবসায়ীদের পড়তা হচ্ছে না। ভারতের ভেতরেও পেঁয়াজের দাম অনেক বেশি, বাংলাদেশে সেই তুলনায় কম। গত কিছুদিনে পেঁয়াজের একটা গাড়িও ঢােকেনি। ঢাকার বাজারে এখন দেশি পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকার মতাে। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। কমপক্ষে ১০ টাকা বেশি দামে।

 

এছাড়া ইদানীং টিসিবি পেঁয়াজ বলে এক ধরনের নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে আরাে কম দামে, ১৬ থেকে ১৮ টাকায়। ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি আড়ৎ শ্যামবাজারে অবস্থিত। সেখানকার একজন কমিশনিং এজেন্ট মাহবুবুর রহমান বলছেন, সরকারের ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ অনেক কম দামে পেঁয়াজ দিচ্ছে।

 

টিসিবির হাতে অনেক মাল আছে। ইম্পাের্টেড পেঁয়াজ এমনিতেই কেউ খাচ্ছে না। যেটা বিক্রি হচ্ছে সেটা টিসিবি’র। চীন, নেদারল্যান্ডেরও কিছু ইম্পাের্টেড পেঁয়াজ আছে। সেটাও ভারতীয় পেঁয়াজের থেকে কম দামে বিক্রি হচ্ছে। বেনাপােলের আমদানিকারক মােঃ রফিকুল ইসলাম আমাদের কে জানিয়েছেন , দেশি পেঁয়াজ সব”সময় জন”প্রিয় কারণ ভারতীয় পেঁয়াজে ঝাঁঝ কম।

আরও পড়ুনঃ খুবই দুঃখজনক সংবাদ ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করছে

সাধারণত দেশি পেঁয়াজেরই দাম বেশি থাকে। কিন্তু এবছর উল্টো। যেহেতু দেশিটাই কম দামে কেনা যাচ্ছে তাই ভারতীয় পেঁয়াজের চাহিদা কম রয়েছে। বেনাপােল হয়ে প্রতিদিন গড়ে ৫০-৬০ ট্রাকের মতাে পেঁয়াজ আসে বলে জানিয়েছেন তিনি। দেশি পেঁয়াজ ফলনও এবছর ভাল হয়েছে। মােঃ রফিকুল ইসলাম বলছেন, “আমরা সরেজমিনে দেখছি যেখানে ধান চাষ হতাে সেখানে বহু মানুষ ধানের বদলে এবার ক্ষেতে পেঁয়াজ লাগিয়েছে।

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme