সংবাদ শিরোনামঃ
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ
লকডাউন খুলে দিয়েছে মালয়েশিয়া সরকার!

লকডাউন খুলে দিয়েছে মালয়েশিয়া সরকার!

লকডাউন খুলে দিয়েছে মালয়েশিয়া সরকার!

আলহামদুলিল্লাহ্ মালয়েশিয়ার অর্থনীতিকে গতিশীল করতে আগামীকাল ১৬ আগষ্ট থেকে আরও ১১ টি সেক্টরের ব্যবসা প্রতিষ্ঠান খােলার অনুমতি দিয়েছে সরকার। ফাসা -১ এ চালু হওয়া সেক্টর গুলাে হলাে।আলহামদুলিল্লাহ্ মালয়েশিয়ার অর্থনীতিকে গতিশীল করতে আগামীকাল ১৬ আগষ্ট থেকে আরও ১১ টি সেক্টরের ব্যবসা প্রতিষ্ঠান খােলার অনুমতি দিয়েছে সরকার। ফাসা -১ এ চালু হওয়া সেক্টর গুলাে হলাে।

১. গাড়ি ধােয়া বা কারওয়াশ এর দোকান।গাড়ি ধােয়া বা কারওয়াশ এর দোকান। | ২. বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স এর দোকান।বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স এর দোকান। ৩. গৃহস্থালি বা নিত্য প্রয়ােজনীয় সামগ্রীর দোকান।গৃহস্থালি বা নিত্য প্রয়ােজনীয় সামগ্রীর দোকান।৪, আসবাবপত্র বা ফার্নিচারের দোকান। আসবাবপত্র বা ফার্নিচারের দোকান।৫. ক্রীড়া বা খেলাধুলা সামগ্রী বিক্রির দোকান।ক্রীড়া বা খেলাধুলা সামগ্রী বিক্রির দোকান।

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউন প্রয়োজন হবে না.স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

৬. গাড়ী বা মটর পার্টস এর দোকান।গাড়ী বা মটর পার্টস এর দোকান। ৭. গাড়ী কেনা বেচার শাে রুম বা অফিস।গাড়ী কেনা বেচার শাে রুম বা অফিস। ৮, সকালের বাজার বা কৃষকদের বাজার।সকালের বাজার বা কৃষকদের বাজার। ৯. পােশাক, ফ্যাশন এবং আনুষঙ্গিক দোকান পােশাক, ফ্যাশন এবং আনুষঙ্গিক দোকান। | ১০. জুয়েলারি বা স্বর্নের দোকান।জুয়েলারি বা স্বর্নের দোকান। | ১১. চুল কাটা বা বিউটি সেলুনের দোকান।চুল কাটা বা বিউটি সেলুনের দোকান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন এক বিবৃতিতে বলেন, পােশাক, ফ্যাশন এবং আনুষঙ্গিক দোকান, গহনার দোকান এবং নাপিতের দোকানগুলির জন্য অতিরিক্ত স্বাস্থ্য মান অপারেটিং পদ্ধতি (এসওপি) রয়েছে। এর মধ্যে রয়েছে গ্লোভস পরা, কর্মচারী এবং গ্রাহকদের মধ্যে ব্যবসার সময় সীমিত করা এবং ‘ফিটিং রুম’ ব্যবহার না করা।

এই এস ও পি জঠিল কিন্তু এটি কর্মচারী এবং গ্রাহকদের নিরাপত্তার জন্য। প্রধানমন্ত্রী আরও ঘােষণা করেন যে, বাণিজ্য ও বিতরণ খাতের ১১টি অর্থনৈতিক সেক্টর ফাসা-২ প্রদেশের জন্য পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে যা ১৬ আগস্ট থেকে কার্যকর হবে। | ফাসা -২ প্রদেশে আরও যে ১১ র্নি সেক্টর খুলে দেয়া হয়েছে তা হলাে

ফটোগ্রাফির দোকান এবং ফটোগ্রাফি সেবা। | ২ পুরােনাে জিনিসের দোকান। | ৩ ফুলের দোকান এবং নার্সারি। ৪ হস্তশিল্পর দোকান। ৫ প্রত্নতত্নের দোকান। ৬ খেলনার দোকান। ৭ কার্পেটের দোকান। ৮. সৃজনশীল সামগ্রীর দোকান এবং সৃজনশীল শিল্প সরঞ্জাম। |

৯ বহিরঙ্গন সরঞ্জামের দোকান (ক্যাম্পিং,মাছ ধরার সরঞ্জাম ইত্যাদি)। ১০ প্রসাধনী, ত্বকের যত্ন এবং সুগন্ধির দোকান। ১১ ইলেকট্রনিক সিগারেট সহ তামাকের দোকান। জনগনের দাবি মেনে নিয়ে আগামীকাল সোমবার মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগ পত্র জমা দিবেন বর্তমান প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবাসী ভাইদের কোন তিক্ত কমেন্টস বা ফেসবুকে পোস্ট করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নিজে জানুন, অন্যকে জানান।’ 

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme