সংবাদ শিরোনামঃ
ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ প্রিয় মাঠ মিরপুর থেকেই শেষ বিদায় নিলেন মোশাররফ রুবেল।
মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে ।

মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে ।

মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । ঘটনা সূত্রে জানা যায়, বুধবার (১০) এপ্রিল দুপুরে ক্যামেরন হাইল্যান্ডস থেকে কুয়ালালামপুর যাত্রা পথে পেরাক রাজ্যের কাম্পার এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

এ ঘটনায় মোহাম্মদ আবদুল্লাহ, আলী আজগর ওসোহেল মিয়া ঘটনা’স্থলেই মারা যান।

নিহত সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। নিহত যারা তারা হলেন- বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একতারপুর গ্রামের করিম সর্দারের দুই সন্তান মোহাম্মদ আবদুল্লাহ ও হাফেজ মোঃ হুমায়ূন ওরফে সোহেল এবং একই এলাকার মোঃ শাহাবুদ্দিন মিয়ার সন্তান মোঃ সোহেল ও মোহাম্মদ আলীর সন্তান মোহাম্মদ আশকর আলী।

গাড়িতে থাকা ৮ বাংলাদেশির মধ্যে মোহাম্মদ আবদুল্লাহ ছাড়া বাকি সবাই ক্যামেরন হাইল্যান্ডসের একটি ফার্মে কাজ করতেন।
আহত রা’ হলেন” নাজা’ ]সিট্রার চালক] কবির হোসেন (৩২) সাইফুল ইসলাম (২৫), রাজুমিয়া (২৭), সোহেলরানা (৩০) আহতদের চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ ৮ জন বহনকারী গাড়িটি ক্যামেরন হাইল্যান্ডস থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে একটি লরি এসে পেছন
থেকে ধাক্কা দেয় ৷

এ ঘটনায় নাজা সিট্রার চালককে আটক করা হয়েছে এবং তদন্তের পাশাপাশি, চালক এবং ট্রাক চালকের রক্তের নমুনাও টক্সিকোলজি পরীক্ষার জন্য রসায়ন বিভাগে পাঠানো হয়েছে ও সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১ (১) ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে।

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme