সংবাদ শিরোনামঃ
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ
আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় ফাঁসি বরণ করব ভিপি নুর

আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় ফাঁসি বরণ করব ভিপি নুর

আল জাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় ফাঁসি বরণ করব ভিপি নুর

আল জাজিরার প্রতিবেদন ধরেই নিলাম পুরাে”পুরি সত্য নয়।আমি চ্যালেঞ্জ করে বললাম এই প্রতি”বেদন পুরােপুরি মিথ্যা নয়।সরকার যদি প্রমাণ করতে পারে, এই প্রতি”বেদন পুরাে”পুরি মিথ্যা তাহলে আমি স্বেচ্ছায় ফাঁসি বরণ করব ।

ঢাকা শাহ’বাগ জাতীয় জাদু”ঘরের সামনে ডিজিটাল নিরা’পত্তা আইন বাতিলের দাবিতে ‘ছাত্র ও শিক্ষক-জনতা’-এর ব্যানারে এক প্রতিবাদ সমাবেশে শুক্রবার এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

নুর বলেন, “আল জাজিরার এই প্রতিবেদনকে যেখানে আন্তর্জাতিকভাবে গুরুত্ব দিচ্ছে, সেখানে আমাদের সরকার এই প্রতিবেদককে উড়িয়ে দিচ্ছে, মানুষকে তারা বােকা ভাবছে।মনে করছে তারা যা বলবে তা বিশ্বাস করবে।ভয় পেলে চলবে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে ।

প্রতিবেদনটিকে কেন্দ্র করে দেয়া ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির কথা উল্লেখ করে নুর বলেন, আপনারা কি বিবেকের তাড়নায় এই বিবৃতি দিয়েছেন নাকি কেউ প্রভােস্ট হবেন! কেউ প্রক্টর হবেন! কেউ ভিসি হবেন! এই আশায় এই বিবৃতি দিয়েছেন। যেখানে সারা দেশের মানুষ এই প্রতিবেদন নিয়ে কথা বলছে। আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে সরাসরি সরকারের পক্ষ নিয়েছেন এটি কখনােই কাম্য নয়।

আরও পড়ুনঃ ভিপি নুর সহ ৬ জনের বিরুদ্ধে একই ছাত্রীর নতুন মামলা

নুর বলেন, “আল জাজিরার এই প্রতিবেদনকে যেখানে আন্তর্জাতিকভাবে গুরুত্ব দিচ্ছে, সেখানে আমাদের সরকার এই প্রতিবেদককে উড়িয়ে দিচ্ছে, মানুষকে তারা বােকা ভাবছে।মনে করছে তারা যা বলবে তা বিশ্বাস করবে।ভয় পেলে চলবে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে ।

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme