সংবাদ শিরোনামঃ
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ
জেনে নিন টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম

জেনে নিন টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম

টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম। আমাদের আয়ের সক্ষমতা সমান থাকে না। কখনও কমে বা কখনও বাড়ে, স্থায়ী ভাবে আয় কমে গেলে কিভাবে বাতিল করবেন টিন সার্টিফিকেট? এ প্রশ্নে পড়ে যাই অনেকেই, প্রথমত কোথায় এবং কিভাবে আবেদন করতে হবে টিআইএন সার্টিফিকেট রেজিস্ট্রেশন বাতিলের জন্য।

আদোও কি টিআইন নাম্বার বা সার্টিফিকেট বাতিল করা জরুরী? এইসব ‘প্রশ্নের’ উত্তর আজ জানবাে আজ। টিআইএন সার্টি”ফিকেট রেজিঃস্ট্রেশন করলেই আয়কর দাখিল করতে হবে এ ধারণা;টি সম্পূর্ণ ভুল। আপনার আয় আয়কর রিটার্ণ দাখিলের সীমার মধ্যে আছে কিনা দেখে নিতে হবে।

প্রথমত’ মাসিক আয় ১৬০০০ টাকা ক্রস করলে টিন সার্টি’ফিকেট খুলতে হবে এবং শুধু”মাত্র রিটার্ণ দাখিল করতে হবে, আয়কর নয়। অন্য দিকে আপনার বার্ষিক আয় ২,৫০,০০০/- টাকা ক্রস করলে আপনা’কে সর্বনিম্ন ৩,০০০ ‘টাকা’ আয়’কর রিটার্ণ দাখীল করতে হবে উপজেলার ক্ষেত্রে।

আপনা’র আয় আয়’কর সীমার নিচে নেমে গেলে আপনি শুধুমাত্র রিটার্ণ দাখিল করবেন, আয়’কর নয়। রিটার্ণ দাখিলের নিচে আয় চলে আসলে রিটার্ণ দাখিল করতেও হবে না। সূত্র: প্রথম আলাে কেউ মারা গেলে তার টিন সার্টিফিকেট কি করবেন সেটি একটি উদাহরণের সাহায্যে পরিস্কার হওয়া যাক।

বাবার ”মৃত্যুর” পর টিআই”এন বাতিল করার প্রয়ােজ”নীয়তা নির্ভর করে তার উত্তরাধিকারী”দের উপর। যদি এমন কোন ব্যবসা বাবার নামে থাকে যা টিআইএন বাতিল করিলে ব্যবসা সংক্রান্ত সকল কাগজপত্র বাতিল করে নতুন করে করতে হয় কিংবা বড় ধরনের জটিলতা তৈরি হয়

সে ক্ষেত্রে টিআইএন বাতিল না করে উত্তরাধিকারী”রা প্রতি”বছর বাৎসরিক রিটার্ন জমা দিয়ে Assessment করাতে পারবেন। আর যদি টিআইএন এর কোন প্রয়ােজনীয়তা না থাকে তাহলে উত্তরা”ধিকারীরা উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলের জন্য আবেদন করিতে পারেন।

উপকর ‘কমিশনার’ Inspection বা Hearing এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন। প্রশ্ন: টিন সার্টিফিকেট কি বাতিল করা যায়? উত্তর: হ্যাঁ যায়, উপকর কমিশনার বরবার আবেদন করতে হবে।

মােট কথা আপনি অনলাইনে সহজেই টিআই”এন সার্টি”ফিকেট তৈরি করে ব্যবহার করতে পারেন, কিন্তু চাই’লেই অন”লাইনে ঘরে বসে বাতিল করতে পারবেন না তারা। আপনা’কে যথা”যথ নিয়ম মেনেই টিন বাতিল করতে হবে। কেউ কেউ এটিকে | নথিজাতকরণও বলে থাকেন।

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme