সংবাদ শিরোনামঃ
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ
জেনে নিন রসুনের ১০ টি উপকারিতা !

জেনে নিন রসুনের ১০ টি উপকারিতা !

রসুনের উপকারিতা

রান্নায় ব্যবহারের পাশাপাশি রসুনের অনেক ঔষোধীয় বৈশিষ্ট্য রয়েছে । প্রাচীন কালে রসুন বিভিন্ন রোগের চিকিত্সার জন্য ব্যবহৃত হত ।

রসুনের উপকারিতা:

১) রসুনে অ্যালিসিনা নামক একটি উপাদান রয়েছে যা বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে । যদি আপনি প্রাচীন ইতিহাসের দিকে খেয়াল করেন তবে আপনি জানতে পারবেন রসুন বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হত । গ্রিক‚ রোমান এবং চৈনিক সভ্যতায় ওষুধ হিসেবে রসুনের ব্যবহার নিশ্চিত করা গেছে |

২) রসুন খুব নিউট্রিসাস‚ কিন্তু কম ক্যালোরি রয়েছে এতে :

২৮ গ্রাম রসুনের মধ্যে রয়েছে :

মান্গানেসে : 23% of the RDA.

ভিটামিন B6: 17% of the RDA.

ভিটামিন C: 15% of the RDA.

সেলেনিউম্ : 6% of the RDA.

ফাইবার : 1 gram.

এছাড়াও রসুনের মধ্যে রয়েছে ক্যালসিয়াম‚ কপার‚ পটাশিয়াম‚ ফসফরাস‚ আয়রন এবং ভিটামিনB1 | শুধু কি তাই? রসুনের মধ্যে আমাদের শরীরে যেসব দরকারি উপাদান প্রয়োজন মোটামুটি সবই পাওয়া যায় রসুনে |

৩) রসুনের পরিপূরক বা কাঁচা রসুন খাওয়ার ফলে বিভিন্ন ফ্লু নিরাময় হয় । কারণ রসুন খাওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় ।

৪) রক্তচাপ কমাতে: গত কয়েক দশক থেকে দেখা গেছে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এর কারণে সারা পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয় | উচ্চ রক্তচাপ  হৃদ রোগের মূল কারণ | তবে দেখা গেছে যে, রসুন দিনে চার কোয়া করে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ।

৫) শরীরে কোলেস্টেরল লেভেল ঠিক রাখতে : নিয়মিত রসুন খেলে শরীরে কোলেস্টেরল কমে যায় এবং ভালো  কোলেস্টেরল বৃদ্ধি পায়|

৬) রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট ‘সেল ক্ষতি’ এবং ‘বার্ধক্য’ দূর করে এটি আলঝাইমার রোগের নিরাময় হিসাবেও কাজ করে ।

৭) দীর্ঘজীবী হতে সহায়তা করে: যেহেতু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তাই দীর্ঘস্থায়ী রোগ বেড়ে যায় ফলস্বরূপ, আপনার দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ।

৮) শরীরকে ডিটক্সাইফাই করে: রসুনে উপস্থিত সালফার শরীরের অঙ্গ ক্ষতি এবং সীসা থেকে মুক্তি পেতে সহায়তা করে।

9) হাড়ের শক্তি বৃদ্ধি করে: একটি নির্দিষ্ট বয়সের পরে মহিলাদের হাড়ের শক্তি হ্রাস পায় । যে মহিলারা মেনোপজ হয়ে গেছেন তারাও রসুনের নিয়মিত সেবন থেকে উপকৃত হতে পারেন ।

১০) ত্বকের সংক্রমণের দ্রুত নিরাময় করে: রসুনের অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল থাকায় এটি ত্বকের সংক্রমণের চিকিত্সায় কার্যকর।

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme