সংবাদ শিরোনামঃ
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-সাভারগামী ১৭টি বাস আটক জাবি ছাত্রীকে হেনস্তা মালয়েশিয়ায় ঈদের ‘ছুটিতে’ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘট’নায় ৪.প্রবাসী বাংলাদেশি নিহতও ৪.জন আহত হয়েছে । রমজানকে স্বাগত জানাল গাজা শোক-ক্ষুধা-রক্ত দিয়ে! মানুষের জন্য আল্লাহর পাঠানো তিন উপদেশ ! মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১২ বছরের কারাদণ্ড। উত্তরায় গার্ডার পরে প্রাইভেট কার পিষ্ট নিহত ৫ জন। আজকে স্বর্ণের দাম আরও বাড়লো। সিলেট,সুনামগঞ্জ সহ বন্যার্তদের জন্য দেড় কোটি টাকা তোলা সেই গায়ককে পুলিশের ধমক বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ জেলার অসহায় বানভাসি মানুষের পাশে বিজিবি সিলেট ও সুনামগঞ্জ
জেনে নিন টাকার উপর “চাহিবামাত্র ইহার বাহককে – টাকা দিতে বাধ্য থাকিবে” লেখার কারণ

জেনে নিন টাকার উপর “চাহিবামাত্র ইহার বাহককে – টাকা দিতে বাধ্য থাকিবে” লেখার কারণ

জেনে নিন টাকার উপর "চাহিবামাত্র ইহার বাহককে - টাকা দিতে বাধ্য থাকিবে" লেখার কারণ

টাকার উপর “চাহিবামাত্র ইহার বাহককে…. টাকা দিতে বাধ্য থাকিবে” এই লেখার কারণ। – আমাদের দেশে মােট ১০ টি নােট বা কয়েন প্রচলিত রয়েছে। ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার এই ৭ টি নােটকে বলা হয় ব্যাংক নােট। অন্যদিকে ১, ২ ও ৫ টাকার নােট এবং কয়েনকে বলা হয় সরকারি । নােট।

উল্লেখ্য যে, ৫ টাকার নােটকে ২০১৫ সালে সরকারি নােট হিসেবে ঘােষণা করা হয়, তার পূর্বে এটিও ব্যাংক নােট ছিল। সরকারি নােট মানেই জনগণের টাকা। অর্থাৎ ১, ২ ও ৫ টাকার নােটের উপর জনগণের অধিকার রয়েছে।

ক্রমাগত আমাদের দেশের টাকার মূল্য কমছে। তাই জনগণের কষ্ট লাঘব করার জন্য বাংলাদেশ ব্যাংক সমপরিমাণ টাকার বিনিময়ে বাকি নােটগুলাে ছাপায় যেগুলােকে বিল অব এক্সচেঞ্জ বলে। অর্থাৎ ১, ২ ও ৫ টাকার নােট ব্যতীত বাকি নােটগুলাে টাকা নয়, এগুলাে কাগজ। বাংলাদেশ ব্যাংক এগুলােকে টাকার মর্যাদা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক টাকার বিনিময়ে নােট ছাপায়।

তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায় (Liabilities)। এখন কেউ যদি কোন কারনে ব্যাংক নােটের (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নােট) উপর আস্থা রাখতে না পারে, তবে সে ঐ নােটটা বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে জমা দিলে বাংলাদেশ ব্যাংক তাকে সমপরিমাণ ১, ২ ও ৫ টাকার নােট দিবে।

উদাহরণ, ধরি রাশেদ সাহেব তার কাছে থাকা ৫০০ টাকার একটা নােটের উপর আস্থা রাখতে পারছে না। এখন সে যদি ঐ নােটটা বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে জমা দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক সাথে সাথে অর্থাৎ রাশেদ সাহেব চাহিবামাত্র বাংলাদেশ ব্যাংক তাকে সমপরিমাণ ১, ২ বা ৫ টাকার নােট দিতে বাধ্য থাকিবে।

উল্লেখ্য যে, সরকারি নােটে অর্থ সচিব এবং ব্যাংক নােটে গভর্নরের স্বাক্ষর থাকে। ২০১৫ সালে ৫ টাকার নােটকে সরকারি নােট করা হয়েছে। তাই ২০১৫ সালের পর যেসব ৫ টাকার নােট বাজারে এসেছে মূলত ২০১৭ সালে ৫ টাকার সরকারি নােট বাজারে এসেছে। সেখানে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে এবং উপরে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”

লেখা রয়েছে যেটা সকল ১ ও ২ টাকার নােট ও কয়েনে লেখা রয়েছে। উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশে ৯৫ হাজার কোটি টাকার সমপরিমাণ নােট এবং কয়েন রয়েছে।

আরও পড়ুনঃবিয়ের দেনমোহর ১০১ টাকা মাত্র !

আপনার মতামত জানান

শেয়ার করুনঃ

খুজুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

© ২০২০ | নিউজ ইবিডি ২৪ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত 
Design BY NewsTheme