মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হ’ত্যা মামলায় আপন ভাই-বােনসহ ৫ আসামির ফাঁ’সির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শাহানা হক সিদ্দিকা এ আদেশ দেন। এছাড়া মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘিওরের ফুলহারা গ্রামের মাে. শহিদের ছেলে মাে. মঞ্জুর রহমান, রহিজ উদ্দিনের ছেলে মাে. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে আজিজুল হক, গগন খাঁর মেয়ে ফেলি বেগম ও বাবুল মিয়া। মামলার বিবরণে জানা গেছে।
২০১৩ সালের ১৮ জুন জমি-সংক্রান্ত বিরােধের জেরে প্রতিপক্ষের লােকজন ফুলহারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই মনছুর আলী বাদী হয়ে ২৫ জনের নামে থানায় মামলা করেন। পুলিশ ১৮ জনের নামে আদালতে অভিযােগ দাখিল করেন।
আরও পড়ুনঃ ভিপি নুর সহ ৬ জনের বিরুদ্ধে একই ছাত্রীর নতুন মামলা
বেকসুর খালাস পাওয়া আসামিরা হলেন- গগন খাঁ, শহীদ দেওয়ান, রাজা মিয়া, বেলায়েত হােসেন, মনােয়ারা বেগম, রাশিদা বেগম, রেহেনা বেগম, মনােয়ারা বেগম-২, রেনু বেগম, সেলিনা বেগম, সায়েদুর রহমান, আরমান আলী ও রেজিয়া বেগম।
আপনার মতামত জানান